লিভার কনফারেন্সে যোগ দিতে ভারত যাচ্ছেন অধ্যাপক ডা.স্বপ্নীল
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
ত্রিপুরায় পঞ্চম পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।
শনিবার ( ৬ জুন) ঢাকা ত্যাগ করবেন তিনি।
অনুষ্ঠান রোববার ( ৯ জুন) সকালে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা ও বাংলা লিভার ককাস এর আয়োজনে আগরতলার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হবে। অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞরা লিভার রোগের চিকিৎসা ও গবেষণা নিয়ে আলোচনা করবেন।
কনফারেন্সর ভারত ও বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে তথ্য বিনিময় ও সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
স্বাস্থ্য/হা