এক বছর পর কমলো ডলারের দর

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ১২:১৪ অপরাহ্ণবাড়তে থাকা ডলারের বিনিময় হার ৫০ পয়সা কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। গত এক বছর দুই মাসের মধ্যে প্রথমবার কমানো হলো ডলারের দর। বুধবার রাতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে টাকার বিপরীতে ডলারের দাম ঠিক করে দেয়ার দায়িত্বপ্রাপ্ত দুই সংগঠন বাফেদা ও এবিবি বৈঠক করে প্রথমবারের মতো টাকার মান বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়।
বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম গণমাধ্যমকে বলেন, ডলারের দর ৫০ পয়সা কমিয়ে ১১০ টাকা করা হয়েছে। এই দরে কিনে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ টাকা দরে বিক্রি করতে হবে ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে বুধবার জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।
এতে ২০২১ সালের অগাস্টের পর থেকে ডলারের বিপরীতে কমতে থাকা টাকার মান প্রথমবার শক্তিশালী হল। ওই সময় ডলারের দর নির্ধারণ করত বাংলাদেশ ব্যাংক। পরের বছর সেপ্টেম্বর থেকে বাফেদা-এবিবি দর নির্ধারণ করে আসছে। এ দুই সংগঠন দায়িত্ব নেয়ার এক বছর দুই মাসের কিছুটা বেশি সময় পর প্রথমবার ডলারের দর কমানো হল।
গত ৩০ অক্টোবর থেকে রেমিটেন্স ছাড়া সব পর্যায়ে (রপ্তানি, কমার্শিয়াল) ডলারের ক্রয়মূল্য ছিল ১১০ টাকা ৫০ পয়সা এবং সর্বোচ্চ বিক্রির দর ছিল ১১১ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ডলার ১১০ টাকা কিনে আমদানিসহ যেকোনো বৈদেশিক দায় মেটাতে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করতে পারবে ব্যাংক।
অর্থনীতি/হান্নান