কোম্পানীগঞ্জে ট্রাক ভর্তি মদের চালান আটক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ১২:৫৭ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে এক ট্রাক ভারতীয় মদ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই কাঞ্চন চক্রবর্তী এ বড় মদের চালান আটক করেন। পরে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ভর্তি মদের চালান থানায় নিয়ে আসেন। এই ট্রাক ভর্তি মদের চালানে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ রয়েছে।
এএসআই কাঞ্চন চক্রবর্তী জানান, রাতে খবর পাই ভোলাগঞ্জ রোড দিয়ে কিছু দুষ্কৃতিকারী ভারতীয় মাদক নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রাতভর টহল ও সোর্সের মাধ্যমে খবর নিতে থাকি। ভোর সাড়ে ৫ টায় মদ ভর্তি গাড়িটি রাস্তায় তাড়া করি। তখন ট্রাকটি ভোলাগঞ্জ উত্তর পাড়ার একটি পাথর ভাঙ্গার টমটম মেশিনের সাইডে রেখে ড্রাইভার সহ সবাই পালিয়ে যায়। পরে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় ট্রাক ভর্তি মদ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
সিলেটসংবাদ/হান্নান