ভারত থেকে এলো ডিমের প্রথম চালান

সিকডে
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৫১ অপরাহ্ণবাজারে সরবরাহ বৃদ্ধি ও দাম স্থিতিশীল রাখতে যশোরের বেনাপোল দিয়ে এই প্রথম ভারত থেকে একটি ডিমের চালান দেশে এসেছে। এতে রয়েছে ৬১ হাজার ৯৫০ পিস ডিম। রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে চালানটি নিয়ে একটি গাড়ি বেনাপোল বন্দরে ঢোকে।
এই পথে পর্যায়ক্রমে আরো ডিম আসবে বলে জানিয়েছেন আমদানিকারকের প্রতিনিধিরা। এই ডিমের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার রামপুরার বিডিএস করপোরেশন। রপ্তানিকারক হলো ভারতের ত্রিপুরার কানুপ নামের একটি প্রতিষ্ঠান।
আমদানিকারক ও কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানি করা ৬১ হাজার ৯৫০টি ডিমের মূল্য দেখানো হয়েছে দুই হাজার ৯৮৮.৪০ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিটি ডিমের দাম পড়েছে পাঁচ টাকা ৪৩ পয়সা।এর ওপর সরকারি শুল্ক এক টাকা ৮০ পয়সা। এলসি খরচ, রপ্তানি খরচ, পোর্ট চার্জ, সিঅ্যান্ডএফ চার্জ, পরিবহন খরচ ধরলে প্রতিটি ডিমের দাম ৯ টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকার মধ্যে থাকবে। প্রতিটি ডিম বাজারে বিক্রি হবে ১২ টাকায়। বাণিজ্য মন্ত্রণালয় গত ৮ অক্টোবর পাঁচ কোটি ডিম আমদানির অনুমোদন দেয় পাঁচটি প্রতিষ্ঠানকে।
এর আগে ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। পরে ২১ সেপ্টেম্বর আরো ছয় প্রতিষ্ঠানকে ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আমদানি করা প্রতিটি ডিমের খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম ১২ টাকা।
বিষয়টি নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী। তিনি বলেন, আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রপ্তানিকারক দেশের সরকারের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে।
অর্থনীতি/হান্নান