ফের বাড়ল এলপিজির দাম

সিকডে
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৪:০৯ অপরাহ্ণতরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতদিন যা ১৩৬৩ টাকায় বিক্রি হয়ে আসছিল।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি।
এর আগে, বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নভেম্বর মাসের ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ আপলোড করা হবে।
গত অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮৯ টাকা বাড়িয়ে ১৩৬৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। সেপ্টেম্বরে যা ১২৮৪ টাকায় বিক্রি হয়ে আসছিল।
সারাদেশ/আবির