গাজার শরণার্থী শিবির গুড়িয়ে দিল ইসরায়েল, নিহত অর্ধশত

সিকডে
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণঅধিকৃত গাজার উত্তরাঞ্চলে ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত এবং দেড়শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর: আল-জাজিরার।
ওই ক্যাম্পের পাশেই ইন্দোনেশিয়া সরকার পরিচালিত একটি দাতব্য হাসপাতালের প্রধান আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।
গাজা সিটির উত্তরে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরটি সবচেয়ে বড় ক্যাম্প। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের জুলাই মাসেও সেখানে এক লাখ ১৬ হাজারের কিছু বেশি নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর বসবাস ছিল।
১৯৪৮ সালে আরব যুদ্ধের পর থেকেই শরণার্থীরা ওই ক্যাম্পে আশ্রয় নেয়া শুরু করে। যেটির আয়তন মাত্র ১ দশমিক ৪ বর্গকিলোমিটার। জাবালিয়া ক্যাম্পে ১৬টি ভবনে ২৬টি স্কুল পরিচালিত হয়। এছাড়াও সেখানে রয়েছে একটি খাবার বিতরণ কেন্দ্র, দুইটি স্বাস্থ্য কেন্দ্র, একটি পাঠাগার এবং সাতটি পানির কূয়া।
হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর অন্য ক্যাম্পের মত জাবালিয়া ক্যাম্পও ইসরায়েল খালি করে দিতে বলেছিল। চারদিন হলো ইসরায়েলের পদাতিক বাহিনী গাজার অভ্যন্তরে প্রবেশ করে হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। সেইসঙ্গে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বিমান হামলাও অব্যাহত আছে।
আন্তর্জাতিক/হান্নান