ফিলিস্তিনি বাড়িতে ইসরাইলের বিমান হামলায় সাত শিশুসহ নিহত ৯

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণফিলিস্তিনের গাজা উপত্যকায় খান ইউনিসন শহরে একটি আবাসিক বাড়িতে ইসরাইলের বিমান হামলায় সাত শিশুসহ নিহত ৯ হয়েছে।
বুধবার রাতভর গাজার আরও অনেক আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খবর তাসের।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা আল-রায় জানিয়েছে, গাজার খান ইউনিসসহ আরও কয়েকস্থানে বুধবার রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
হামাসের হামলার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নারী ও শিশুসহ ৩ হাজার ৪০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক।
আন্তর্জাতিক/হান্নান