নিউ ইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার নাম পরিবর্তন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৩, ১০:১৫ অপরাহ্ণসিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের একটি সভা কার্যকরি পরিষদ,উপদেষ্টা ও ট্রাস্টি পরিষদের উদ্যোগে শুক্রবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়॥ সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আর.সি টিটোর পরিচালনায় সভায় যুক্ত হন সংগঠনের সম্মানিত ট্রাস্টি আব্দুল জব্বার খান (মুরাদ),কল্লোল আহমদ,সম্মানিত উপদেস্টা মোঃ মেহবুব ,মামুন আহমেদ ,সাবেক সভাপতি হাজী শাহাবুদ্দীন,সিনিয়র সদস্য হাজী দুলাল মিয়া এনাম,কার্যকরি পরিষদের সহ সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তি,সহ সাধারন সম্পাদক আহরার হোসেন মুসা,কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার ,সদস্য হারুন রশীদ মামুন প্রমুখ॥সভা থেকে সিলেট সদরবাসীর আহবানের পরিপ্রেক্ষিতে সংগঠনের নাম পরিবর্ধন করে “সিলেট সদর এসোসিয়েশন অফ আমেরিকা ইনক” করার সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহীত এবং অচিরেই সাধারন সভা আহ্বান করে তা অনুমদনের জন্য প্রস্তাব পাশ করা হয়॥এছাড়া ও ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত “সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক” এর প্রনিত সংবিধান বলবৎ থাকবে এবং সেই মোতাবেক সংগঠন পরিচালিত হবে॥সভা থেকে বিশিষ্ট সমাজসেবক জনাব মুহিদুল ইসলাম (লোফা) আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করা হয়॥