ভুয়া সাংবাদিক এনামের বিরুদ্ধে এবার বিশ্বনাথ থানায় জিডি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৯:১১ পূর্বাহ্ণভুয়া সাংবাদিক এনাম আহমদের বিরুদ্ধে এবার সিলেটের বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে (জিডি নং ৮৪৩)। মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে এই জিডিটি দায়ের করেছেন বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের বাউল ভাসানী বারিক। ভুয়া সাংবাদিক এনাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব দশপাইকা গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।
গত ৩১ জুলাই ভুয়া সাংবাদিক এনামকে কাউন্সিলর তৌফিক বক্স লিপন দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করেন। এনাম নিজেকে এনটিভি’র বিশ্বনাথ প্রতিনিধি বলে পরিচয় দিয়ে একটি নকল আইডি কার্ড প্রদর্শন করেছিল। এনাম নামে সিলেটে কোনো সাংবাদিক নিয়োগ দেয়া হয়নি এবং এই এনাম একজন ভুয়া সাংবাদিক এমন অভিযোগ করে এনটিভি’র সিলেট ব্যুরো প্রধান মঈনুল হক বুলবুল দক্ষিণ সুরমা থানায় লিখিত আবেদনে এনামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। কিন্তু পরদিনই এনামকে তড়িগড়ি করে ‘পুলিশের সোর্স’ পরিচয় দিয়ে ছেড়ে দেয়া হয়।
সেই ভুয়া সাংবাদিক এনামের বিরুদ্ধে এবার জিডি হয়েছে বিশ্বনাথ থানায়। জিডিতে বাউল ভাসানী বারিক উল্লেখ করেছেন, ‘এনাম সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের আর্থিক, সামাজিক সুনামের হেয়প্রতিপন্ন করে থাকে।’
তিনি উল্লেখ করেছেন, তার ২৬ বছরর মেয়ে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে। এমতাবস্থায় অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে তার (বারিক) শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মেয়ে নাবালিকা বলে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছে। বিষয়টি বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন বারিক।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন জিডির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। . . . . . . . . .