কোয়ান্টাম ডট আবিষ্কার, রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

সিকডে
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৫:১১ অপরাহ্ণএবছর রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের তিন বিজ্ঞানী। তারা হলেন, মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
বুধবার (৪ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
আন্তর্জাতিক/হান্নান