বুবলী-পরীমণির একসঙ্গে ‘খেলা হবে’

বিনোদন ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৩:১৫ অপরাহ্ণনতুন ছবি নিয়ে আসছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও পরীমণি। প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের। ‘খেলা হবে’ নামে নতুন একটি সিনেমায় তারা অভিনয় করবেন।
টিএম ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। পরীমণি-বুবলী বাদেও এই সিনেমায় আরো অভিনয় করবেন মুশফিকুর রহমান।
এছাড়াও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু সহ অনেকে।
গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
আগামী অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে।
গেল রবিবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়।
সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরীমণি ও বুবলী আনুষ্ঠানিক কোনো বক্তব্য গণমাধ্যমকে দেননি।
বিনোদন/হান্নান