নিউইয়র্কে দুই দিনব্যাপী “বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা” সম্পন্ন

সিদ্দিকুর রহমান সুমন, নিউ ইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ“স্মার্ট অর্থনীতির সুযোগ অনুসন্ধান’ প্রতিপাদ্য নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী “বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩’ । দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, রেমিট্যান্স বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি হোটেলে আয়োজিত এই মেলা রাজনৈতিক সম্পর্কের নানা টানাপোড়েন থাকলেও মেলা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ভিত আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের সরকারি প্রতিনিধি দল, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা আশা করছেন এই আয়োজনে অন্তত ৫ লক্ষ ডলারের ব্যবসাহিক আদান প্রদান হবে।
ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স এবং মুক্তধারা নিউইয়র্কের এই আয়োজনে ২৩ সেপ্টেম্বর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।। ২২ সেপ্টেম্বর এ আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ বাংলাদেশ থেকে আসা এবং স্থানীয় বিশিষ্টজনরা। অনুষ্ঠানের বিভিন্ন সেশনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা অংশ নেন ।
মেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশের বিভিন্ন সেক্টরের উদ্যোগে স্টল স্থাপন করা হয়
। ইভেন্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে একই স্থানে ‘বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। এক্সপোতে বেশ কয়েকটি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিট্যান্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনার অংশ নেয় । মেলার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিলো আইএফআইসি ব্যাংক।
সমাপনী দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অভিবাসী এবং ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেন । তিনি বলেন, প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে যুক্ত করা, তাদের সমস্যা এবং সুবিধার কথা আলোচনা করার জন্য এমন আয়োজন সুযোগ তৈরি করে দেয় ।
প্রথম দিন মেলা উদ্বোধন করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান আলোচনা পর্বে নানান সমস্যার তাৎক্ষণিক সমাধান দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশী তরুন উদোক্তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। তাদেরকে বাংলাদেশের বিনিয়োগে উৎসাহী এবং সুযোগ-সুবিধা দিতে হবে।
আয়োজক সংগঠন ইউএসএ-বিডি বিজনেস লিংকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা অনুষ্ঠান সঞ্চালনার সময় এ আয়োজন সম্পর্কে বলেন, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ দিয়েছিলেন। সেই দিনটি স্মরণীয় করে রাখতে দুই দেশের সরকারের প্রতিনিধি দল রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী এবং নানা পেশাজীবী মানুষদের নিয়ে দিনটি উদযাপন করি।
গ্রেরেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মার্ক জেফি বলেন, বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এটা আরও বাড়ছে।
এ আয়োজনের আহ্বায়ক ডাক্তার জিয়া উদ্দিন আহমেদ বলেন, সারা বিশ্ব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স গ্রহীতা হিসেবে পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক। দশ সর্বোচ্চ রেমিটেন্স প্রেরককে দেয়া হয়েছে বিশেষ বিশেষ সম্মাননা সার্টিফিকেট । আমেরিকা থেকে বাংলাদেশে বৈধভাবে রেমিটেন্স পাঠানোতে অভিবাসীদের সহযোগিতা করার জন্য সোনালী এক্সচেঞ্জ, স্ট্যান্ডার এক্সপ্রেস, প্লাসিড এক্সপ্রেস এবং সানমান গ্লোবাল এক্সপ্রেসকে দেয়া হয় বিশেষ সম্মাননা।