ড. ইউনূসের জামিন বাতিল চেয়ে করা আবেদন খারিজ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ৩:৩৭ অপরাহ্ণআদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জামিন বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার শ্রম আদালত।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন।
এ সংক্রান্ত শুনানিতে আদালত বলেন, ড. ইউনূস জামিনে থাকবেন। তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এসময় আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কলকারাখানা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
আজ সকালে শ্রম আইন লঙ্ঘনের মামলায় পাওয়া জামিন বাতিলের আবেদন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান। মামলা চলাকালীন আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় জামিন বাতিলের আবেদন করা হয়েছে বলে জানান এই আইনজীবী। ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে এ আবেদন করা হয়। এই বিষয়ে আজ দুপরে শুনানি হয়। শুনানিতে সেই আবেদন খারিজ করে দিয়েছেন শ্রম আদালত।
জাতীয়/হান্নান