লিগ ওয়ান সেরা এমবাপ্পে

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৭:০০ অপরাহ্ণফরাসি লিগ ওয়ানে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই নিয়ে টানা চার মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নিলেন এই ফিরাসি স্ট্রাইকার। পিএসজিকে রেকর্ড ১১তম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেনে তিনি। সেই স্বীকৃতি হিসেবে সেরার পুরস্কার পেয়েছেন এমবাপ্পে।
ফরাসি এই তারকা স্ট্রাইকার এবারের লিগে ২৮ গোল করেছেন। টানা পঞ্চমবারের মত সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিগ শেষ করার পথেই আছেন এমবাপ্পে। সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করে এমবাপ্পে বলেন, ‘এটা সত্যিই আনন্দের। আমি সবসময় জিততে চাই। লিগের ইতিহাসে আমার নাম লেখাতে চাই। কিন্তু সব কিছুই এত দ্রুত জয়ের আশা করিনা।’
এবারের মৌসুমে সব মিলিয়ে ৪০ গোল করেছেন এমবাপ্পে। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যাওয়া প্রায় নিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত তিন বছরের চুক্তিতে পিএসজিতে থাকার সিদ্ধান্ত নেন। ২০২৫ সাল পর্যন্ত এমবাপ্পে যদি খেলতে না চান তবে চুক্তি শর্তানুযায়ী ২৪ বছর বয়সী এ তারকার সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। তবে এমবাপ্পে জানিয়েছেন আগামী মৌসুম তিনি পিএসজিতেই থাকবেন।
খেলাধুলা/আবির