সিলেটে ভূইফোঁড় সংগঠনের কোনো কর্মসূচিতে যাবেন না আ’লীগ নেতারা!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৫, ৯:৫৩ পূর্বাহ্ণসৈয়দ বাপ্পী ::
‘লীগ’ ব্যবহার করে গড়ে তোলা ভূইফোঁড় সংগঠনের কোনো কর্মসূচিতে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সেই সঙ্গে আওয়ামী লীগের স্বীকৃতিপ্রাপ্ত অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকেও ভূইফোঁড় সংগঠনের কোনো কর্মসূচিতে অংশ গ্রহন না করার অনুরোধ জানিয়েছেন।
রোববার রাতে নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সিলেট মহানগরের ৪ ও ৫নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে ভূইফোঁড় সংগঠনকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেন আমন্ত্রিত সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
প্রধান বক্তা ও সম্মেলনের ১ম অধিবেশনের উদ্বোধক ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি।
এর আগে ১৫ই আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে সিলেট সোলেমান হলে মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ‘লীগ’ নাম ধারণ করে আবির্ভূত সংগঠন নিয়ে শংকা প্রকাশ করেন।
ভূইফোঁড় সংগঠনের কর্মসূচি বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। তিনি বলেন, দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ‘লীগ’ নাম ধারণ করে গজিয়ে উঠা ভূইফোঁড় সংগঠনের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পাশপাশি ভূইফোঁড় সংগঠনের কথিত নেতাকর্মীর অনৈতিক কর্মকাণ্ডে দল ও সরকারের বদনাম হওয়ার কারণেই দলীয় নেতাকর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়- বর্তমানে আওয়ামী লীগ দ্বারা স্বীকৃত অঙ্গসংগঠন ছাড়াও বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, তরুণলীগ, নবীণলীগ, বঙ্গবন্ধুলীগ, আওয়ামী ওলামালীগ, সৈনিকলীগ, কর্মজীবী লীগ, শিশু লীগ, প্রচারলীগ, তাঁতী লীগ, যুব মহিলা লীগসহ বেশ কিছু সংগঠনের আবির্ভাব হয়েছে। হঠাৎ করে ‘নানা লীগের’ নতুন কমিটির প্রেস বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠানোর পর এসব সংগঠনের আর কোনো কর্মসূচি চোখে পড়ে না। তবে নানা দিবসে এসব সংগঠনের নামে ফুল দিতে দেখা যায়। এছাড়া বিভিন্ন স্থানে দখল-চাঁদাবাজি এবং খুন-খারাবিতেও আওয়ামী লীগের ভূইফোঁড় সংগঠনের নেতারা জড়িয়ে পড়ছেন।
. . . . . . . . .