সিলেটে অগ্রণী দুয়ার ব্যাংকিং এর ব্যবসায়িক পর্যালোচনা ও ঋণ বিতরণ বিষয়ক মতবিনিময় সভা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২২, ১:০৬ অপরাহ্ণসিলেটে অগ্রণী দুয়ার ব্যাংকিং এর উদ্যোগে ব্যবসায়িক পর্যালোচনা, ঋণ বিতরণ ও নতুন ২০০ টি এজেন্ট আউটলেট সংস্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে অগ্রণী ব্যাংক লিমিটেড এর সার্কেল অফিসে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেলের উপ-মহাব্যবস্থাপক ও সিলেট পূর্ব অঞ্চল প্রধান মোর্শেদা আক্তার। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক রুবানা পারভীন। মূল আলোচক ছিলেন দুয়ার সার্ভিসের লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান। আলোচনায় বক্তারা বলেন,
অগ্রণী ব্যাংকের উন্নয়নে এজেন্টদের ভুমিকা অনেক। অতি দ্রুত নতুন ২০০ এজেন্ট আউটলেট চালু হলে ব্যাংকিং সেবা জনগণের দূরগড়ার পৌছাবে বলে আশা করছি। অগ্রণী ব্যাংক এজেন্টদের হাতে হাত রেখে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সভায় আরো বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেলের উপ-মহাব্যবস্থাপক ও সিলেট পশ্চিম অঞ্চল প্রধান মোঃ আব্দুল লতিফ, অগ্রণী ব্যাংক লিমিটেড আইটি এন্ড এমআইএস ডিভিশনের (এজেন্ট ব্যাংকিং) উপ-মহাব্যবস্থাপক মুঃআফজাল হোসেন,
অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেল সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক মাহমুদ রেজা, দুয়ার সার্ভিসের লিমিটেডের এ. ভি.পি মুহাম্মদ জিয়াউল হক,
রিজিওনাল ম্যানেজার সামসুর রহমান, সিলেট ক্লাস্টারের এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট কামরুল হাসান পলিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিলেট পূর্ব এবং পশ্চিম অঞ্চলের সকল ইউনিট এজন্ট এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ।