এমসি কলেজে দর্শন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিফতা হাসান ও নাদিরা ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু নাসের খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম।
শুরুতে স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রিংকু তালুকদার। পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ এবং গীতা পাঠ করেন সুমন চন্দ্র দাস।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল মুগনি ও আফসানা মিমি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের মুস্তাকিম আহমদ, তৃতীয় বর্ষের আফরান শিপন, চতুর্থ বর্ষের রায়হান আহমেদ মাসনুন এবং মাস্টার্স পর্বের শিক্ষার্থী ইহিয়া হোসেন।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রভাষক সাবিহা আক্তার ও সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ।
এছাড়া রাজনৈতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন, ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক পিনাক দাস এবং ছাত্র মজলিসের সভাপতি আহমেদ সালমান।
এদিকে দুপুর দেড়টায় আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, আবৃত্তি ও পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সুহানুর রহমান রাফে, সাব্বির আহমেদ, নাকিব হোসেন, মিলাক, ঝুমা আক্তার, হৃদয় সরকার, সোহান, জয়, সাকিবুর রহমান, রাতুল, আয়ান সুমন মালাকার শাওন, অমিত হাসান, সৌরভসহ দর্শন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




