পাওনা টাকার জেরে হত্যা : ৫জন কারাগারে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকার বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় সোনা মিয়া হত্যার ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় তাহিরপুর থানা পুলিশ। এরআগে রবিবার (১১ জানুয়ারি) র্যাব সোনা মিয়া হত্যা মামলায় সুনামগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে ৩জন ও মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে আরও ২জনকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন হলহলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জহুর মিয়া (৪২), আব্দুল মোতালিবের ছেলে বিল্লাল মিয়া (৩৪), আমীর আলীর ছেলে শাহজাহান (৩৬)। র্যাবের পৃথক আরেক অভিযানে সোনা মিয়া হত্যা মামলায় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে আরও ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, তাহিরপুরের হলহলিয়া গ্রামের আমীর আলীর ছেলে আল আমিন (৩২) ও শাহ করিম (৩৪)।
রবিবার (১১ জানুয়ারি) রাতে র্যাব এসব তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, নিহত সোনা মিয়ার ছেলে আব্দুর রহমানের কাছে হত্যা মামলার আসামী নজির হোসেন পাওনা ১৫০০ টাকা নেওয়ার জন্য গত ২১ সেপ্টেম্বর রাতে সোনার মিয়ার বাড়িতে যান। পাওনা টাকার বিষয় নিয়ে নিহতের ছেলে আব্দুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ২২ সেপ্টেম্বর সকালে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সোনা মিয়ার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এসময় নিহত সোনা মিয়া প্রতিবাদ করায় হামলাকারীরা তার মাথায়, ডান পায়ে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর ভোরে সোনা মিয়া মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


