মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মাদকসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা–সিলেট পুরাতন মহাসড়ক সংলগ্ন সুরমা চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা পাঁচটি পাটের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপে প্যাকেটজাত অবস্থায় ভারতীয় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মাধবপুর উপজেলার সুরমা গ্রামের মৃত গোবিন্দের ছেলে নিবারণ তন্ত্রবায় (৩৫) এবং উপেন্দ্র গোয়ালার ছেলে সাজু গোয়ালা (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।
র্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজার সঙ্গে জড়িত বৃহৎ মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


