দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমা সরকারি কলেজের ২ বছর মেয়াদি শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার কলেজের অধ্যাপক মোস্তাক হোসেন শিক্ষাবিদ মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনায় এ নির্বাচন সম্পন্ন হয়।
প্রথমবারের মতো সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ময়নুল হক বিপুল ভোটে সম্পাদক নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রভাষক মো মুহিবুর রহমান এবং কোষাধক্ষ্য পদে দর্শন বিভাগের প্রভাষক হুমায়রা বেগম মণি নির্বাচিত হন ।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাজরী রানী ধর এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ গিলমান আলী।
প্রথম বারের মতো সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম মহোদয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিলেটসংবাদ/হা


