বিপিএলের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৫:১০ অপরাহ্ণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে ঢাকায় উদ্বোধনী ম্যাচ আয়োজনের প্রচলন থাকলেও এবার সেই ধারা ভেঙে সিলেটে পর্দা উঠছে আসরের।
আসন্ন বিপিএল শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি লড়াই দিয়ে। প্রায় এক মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।
৬ দল নিয়ে আয়োজিত বিপিএলে প্রাথমিক পর্বে হবে মোট ৩০টি ম্যাচ, আর প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে পুরো টুর্নামেন্টে ম্যাচসংখ্যা দাঁড়াচ্ছে ৩৪টি।
ঢাকায় প্রাথমিক পর্বের মাত্র তিন দিনে হবে ছয়টি ম্যাচ। প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে সাধারণত স্পিন সহায়ক উইকেট ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে। বিপরীতে সিলেট ও চট্টগ্রামের উইকেট তুলনামূলকভাবে ব্যাটিং-বান্ধব, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে ঢাকার বাইরে বেশি ম্যাচ রাখার কারণ হতে পারে।
প্রাথমিক পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি দুই দিন পর একদিন করে বিশ্রাম থাকলেও ঢাকার তিন ম্যাচে এই বিরতি থাকছে না। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায়। তবে শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়।
সিলেটে ছয় দিনের খেলা শেষে ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব, যা চলবে একটানা ছয় দিন। এরপর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব।
শেষ ছয় ম্যাচের পর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফের লড়াই। একই দিনে এলিমিনেটর ম্যাচ মাঠে গড়াবে দুপুর ১টায়, আর প্রথম কোয়ালিফায়ার সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়। প্লে-অফের প্রতিটি ম্যাচ ও ফাইনালের জন্য নির্ধারিত রয়েছে রিজার্ভ ডে।
দ্বাদশ বিপিএলকে সামনে রেখে দলগুলো এখন প্রস্তুত উত্তাপ ছড়ানোর।




