চোরাকারবারের প্রতিবাদে সিলেটে যুবকের বাড়িতে হামলা: লাখ টাকার ক্ষতি, আদালতে মামলা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
সিলেটে চোরাকারবারের প্রতিবাদ করায় এক যুবকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও আসবাবপত্র নষ্টসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ওলিউর রহমান (৩২) নামে ওই ব্যক্তি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর পঞ্চমখন্ড গ্রামের মুজিবুর রহমানের ছেলে। সম্প্রতি (২১ অক্টোবর) তিনি সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম ও দ্রুত বিচার আদালতে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে পাঁচজনকে—
সুনামগঞ্জের ছাতক থানার জাহিদপুর গ্রামের রশিদুল্লাহর ছেলে ও বর্তমানে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার জালালাবাদ আবাসিক এলাকার ৯নং বাসার বাসিন্দা হোসেন মোহাম্মদ আলী (৩০), কোম্পানীগঞ্জ থানার তেলিখাল এলাকার রুবেল আহমদ (৩০), জৈন্তাপুরের হরিপুর বাঘেরখাল গ্রামের রায়হান আহমদ (২৭) ও সালমান আহমদ (২৫) এবং
এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল গ্রামের সমির আহমদ (৩২)।
অভিযোগে ওলিউর রহমান উল্লেখ করেন, আসামিরা সকলে চোরাকারবারী ও সন্ত্রাসী চক্রের সদস্য। তারা তার বাড়ির সামনের রাস্তা ব্যবহার করে ভারত থেকে অবৈধভাবে মাদক, নিষিদ্ধ ওষুধ এবং প্রসাধনীসহ বিভিন্ন পণ্য দেশে নিয়ে আসে। এই চোরাকারবারের প্রতিবাদ ও বাধা দেওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেয়।
নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তিনি সিলেট জেলা স্টেডিয়ামের সেনা ক্যাম্পে লিখিত অভিযোগও দেন। কিন্তু পরে, গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে আসামিরা দা, রামদা, লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। ওলিউর স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপন করলে তারা ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং যেখানে পাবে সেখানে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
ওই ঘটনায় তিনি গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে আসামিরা ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘরে ভাঙচুর চালিয়ে লাখ টাকার ক্ষতি সাধন করে।
ওলিউর রহমান জানান, থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ টালবাহানা করে মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।
তিনি আরও দাবি করেন, আসামিদের মধ্যে হোসেন মোহাম্মদ আলী ও ইমরান হোসেনের বিরুদ্ধে এর আগেও চোরাই পণ্য জব্দের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা (নং ৮২/৩০/৩/২০২৫ ও ৭/৪/৯/২০২৪) রয়েছে।
ভুক্তভোগী ওলিউর রহমান প্রশাসনের কাছে আবেদন করেছেন।
চোরাকারবারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষতিপূরণ আদায়ের জন্য দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের।
আইন-়আদালত/হা




