সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে সতর্ক পুলিশ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের স্বার্থে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ আসামি যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আসামিদের নাম-পরিচয় জানিয়েছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘মামলার ১১ আসামির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আসামিদের মধ্যে কেউ কেউ দেশের বাইরেও থাকতে পারেন। দেশে থাকা অভিযুক্তদের শনাক্ত করতে মোবাইল ট্র্যাকিংসহ তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এ ছাড়া, কোনো আসামি যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য তাদের বিস্তারিত তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’’
স্বচ্ছ তদন্তের স্বার্থে যা করা দরকার তার সব কিছু করব বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর এ ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এ কারণে আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আসামিদের নামসহ প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে।
গত ২১ অক্টোবর মধ্যরাতে আলমগীর কুমকুম বাদি হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে সালমান শাহর স্ত্রী সামিরা হক ছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়। এদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে।
আইন-আদালত/আবির




