কারাগারে অং সান সু চির শারীরিক অবস্থার অবনতি, দাবি ছেলের

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
মায়ানমারের কারারুদ্ধ নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থার মারাত্মক অবনতির খবর জানিয়েছেন তার ছেলে কিম আরিস। তিনি বলেন, ৭৯ বছর বয়সী নোবেলজয়ী নেত্রীর হৃদরোগের সমস্যা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস জানান, ‘সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া মায়ের হৃদযন্ত্রের অবস্থা বোঝা সম্ভব নয়। আমি ভীষণ উদ্বিগ্ন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সহিংসতায় জর্জরিত মায়ানমার। সেনাবাহিনীর দমন-পীড়নে সারা দেশে গণবিক্ষোভ ও সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
সামরিক সরকার অভ্যুত্থানের যৌক্তিকতা হিসেবে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।
অং সান সু চি ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি মায়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের কন্যা। বাবার হত্যার সময় তিনি ছিলেন শিশু। জীবনের প্রায় দুই দশক তিনি আটকাবস্থায় কাটিয়েছেন, যার মধ্যে প্রায় ১৫ বছর ইয়াঙ্গুনে গৃহবন্দি ছিলেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ব্রিটিশ গবেষক মাইকেল আরিসকে বিয়ে করেন সু চি। তাদের দুই সন্তান জন্মের পর ১৯৮৮ সালে মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি দেশে ফেরেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন। সে সময়ই তিনি ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি গঠন করে দেশের সবচেয়ে প্রভাবশালী গণতন্ত্রপন্থী নেত্রী হয়ে ওঠেন।