হযরত শাহপরাণ (রহ.) এর মাজারে ওরস সম্পন্ন

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৪:৩২ অপরাহ্ণপ্রতিবছর আখেরি মোনাজাতের পর শিরণী বিতরণের মধ্য দিয়ে শেষ হতো হযরত শাহপরাণ (রহ.) এর বার্ষিক ওরস। কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম। শিরণী ছাড়াই ফিরেছেন ভক্ত আশেকানরা। মব হামলার আশঙ্কায় এ বছর শিরণীর ব্যবস্থা রাখেনি মাজার কর্তৃপক্ষ।
শুক্রবার (২৯ আগস্ট) বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমেই শেষ হয়েছে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহপরাণ (রহ.) এর ওরস।
গত বছর ওরসে ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে মব সৃষ্টি করে মাজারে হামলার ঘটনা ঘটেছিল। তাই এবার যাতে এরকম পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ওরস পালনে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এর মধ্যে ছিল গান-বাজনা বন্ধ রাখা এবং মাজারের মোতাওয়াল্লীদের পক্ষ থেকে শিরনী বিতরণ না করা।
তবে শিরণী বিতরণ না হওয়ায় অনেক ভক্ত-আশেকান ক্ষুব্ধ হয়েছেন। অনেকে আখেরি মোনাজাত শেষে শিরণী না পেয়ে মনোকষ্ট নিয়ে বাড়ি ফিরেছেন।
সিলেট/আবির