দীর্ঘদিন কাশির সমস্যায় ভুগছেন, ফুসফুস ক্যানসার নয়তো?

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ২:৩৯ অপরাহ্ণসাধারণত আবহাওয়া পরিবর্তনের সময় কাশির সমস্যা দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে দেখা যায় যে, কাশির ওষুধ খাওয়ার পরেও সমস্যা দূর হয় না। কিন্তু দীর্ঘদিনের খুসখুসে কাশি একটি বিরক্তিকর সমস্যা। এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে ঘুম ব্যাহত হতে পারে, ক্লান্তিবোধ থাকতে পারে। আরও বেশ কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। যেমন—গুরুতর ক্ষেত্রে বমি, হালকা মাথাব্যথা এবং বুকে ব্যথা। এসব সমস্যার পাশাপাশি আরও একটি জটিল রোগ হতে পারে, তাহলো ফুসফুসের ক্যান্সার।
ফুসফুস ক্যানসারে আক্রান্ত হলে কাশি দীর্ঘস্থায়ী হতে পারে। এই রোগের প্রধান লক্ষণ হলো ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে কাশির সঙ্গে কফ-রক্ত যেতে পারে। এই লক্ষণ উপেক্ষা না করে শ্লেষ্মার সঙ্গে রক্তক্ষরণ বা লাল রঙের কফও ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে।
ক্লেভল্যান্ড ক্লিনিকের তথ্য, ‘‘ফুসফুসকে প্রভাবিত করে এমন অনেক ক্যান্সার আছে, তবে সাধারণত দুটি প্রধান ধরণ আছে নন-স্মল সেল ফুসফুস ক্যানসার এবং স্মল সেল ফুসফুস ক্যানসার।’’
একটানা যদি বুকে ব্যথা হতে থাকে, তাহলে এই লক্ষণ একেবারেই উপেক্ষা করবেন না। অনেক সময় শ্বাস নিতে গিয়ে কিংবা হাসতে গিয়ে বুকে ব্যথা লাগে। অল্প কাজে হাঁপিয়ে ওঠা বা ক্লান্ত লাগার মতো অসুবিধাও ক্যানসারের লক্ষণ হতে পারে।
যদি কয়েক সপ্তাহ পর্যন্ত কাশি দীর্ঘস্থায়ী হয়, তা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।
স্বাস্থ্য/আবির