মোটরসাইকেলের সিটে ২০ হাজার ইয়াবা, যুবক আটক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণকক্সবাজারে একটি মোটরসাইকেল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এসময় মো. আক্তার হোসেন ফারুক (২৩) নামে এক যুবককে আটক করা হয়।
শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। পরে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করেছে বিজিবি।
আটক মো. আক্তার হোসেন ফারুক টেকনাফের সাবরাং আলীর ডেইল এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আমাদের এই অভিযান স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনছে।