নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা, আইসিসির বিচারকসহ ৪ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার (২০ আগস্ট) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এই কর্মকর্তাদের নাম বিশেষভাবে চিহ্নিত নাগরিকদের তালিকায় যুক্ত করেছে।
নিষেধাজ্ঞার আওতাভুক্তদের মধ্যে রয়েছেন— বিচারপতি নিকোলাস ইয়ান গুইলু, উপ-প্রসিকিউটর নাজহাত শামীম খান, মামে মানদিয়ায় নিয়াং এবং কিম্বারলি প্রোস্ট।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বিচারপতি গুইলুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদনের কারণে।
উপ-প্রসিকিউটর খান ও নিয়াংকে অভিযুক্ত করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির কথিত ‘অবৈধ কার্যক্রম’ সমর্থন করার জন্য এবং ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে পরোয়ানা বহাল রাখার পক্ষে কাজ করার কারণে।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে, এসব নিষেধাজ্ঞা জারি হয়েছে ‘এক্সিকিউটিভ অর্ডার ১৪২০৩’-এর আওতায়, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির ‘অপকারী পদক্ষেপ’ ঠেকাতে প্রণয়ণ করা হয়েছে।
নিষেধাজ্ঞার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে বা মার্কিন নিয়ন্ত্রণাধীন এসব কর্মকর্তার সম্পদ ও আর্থিক স্বার্থ এখনই অবরুদ্ধ হয়ে গেল। এছাড়া তাদের মালিকানাধীন যেকোনো প্রতিষ্ঠানের ৫০ শতাংশ বা তার বেশি শেয়ার থাকলে সেটিও নিষেধাজ্ঞার আওতায় আসবে।
আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব ক্রমেই তীব্র হচ্ছে।