তিস্তা নদীর ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন আসিফ মাহমুদ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ মওলানা ভাসানী সেতু আজ বুধবার (২০ আগস্ট) উদ্বোধন করা হবে।
গাইবান্ধা এলজিইডি সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১১টায় অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সুন্দরগঞ্জ তথা গাইবান্ধাবাসী দীর্ঘদিনের স্বপ্নের এই সেতুটি উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্বোধনের পর স্থানীয় হরিপুর চৌরাস্তার মোড়ে সুশীল সমাজ, স্থানীয় জনগণ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন উপদেষ্টারা।
সেতুটির মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।
এ ছাড়া পর্যটনের সুযোগ সৃষ্টিসহ একটি নতুন পরিবহন করিডোর গড়ে ওঠায় রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার যোগাযোগের দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত হ্রাস পাবে। মওলানা ভাসানী সেতু উদ্বোধনকে কেন্দ্র করে গাইবান্ধা ও কুড়িগ্রামের দুই অঞ্চলেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।