সিলেটে নদীতে ডুবে কিশোর নিখোঁজ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
সিলেটে বল আনতে সুরমা গিয়ে নদীতে ডুবে এক কিশোর নিখোঁজ হয়েছে । মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর ঘাসিটুলা বেতেরবাজার এলাকায় সুরমা নদীতে পড়ে যাওয়া বল উদ্ধার করতে গিয়ে সে নিখোঁজ হয়।
নিখোঁজ আবির (১৩) মাদ্রাসা ছাত্র। তিনি বেতের বাজার এলাকায় ভাড়াটিয়া তারা বসবাস করে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আবির মাদরাসায় লেখাপড়া করে। দুইদিন আগে তার একটি ফুটবল সুরমা নদীতে পড়ে গেলে এ নিয়ে সে অনেক কান্নাকাটি করে। সোমবার তার পিতা আবারও একটি বল কিনে দেন। মঙ্গলবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে ফিরে কয়েকজন বন্ধুর সাথে বল নিয়ে নদীর পারে খেলছিল আবির। হঠাৎ বলটি নদীতে পড়ে গেলে সেও নদীতে নেমে বলটি ধরতে যায়। কিন্তু তীরে ভেড়ার আগে স্রোতের টানে দূরে চলে গেলে সে ডুবতে শুরু করে। সে ভালো করে সাঁতার জানতোনা। ফায়ার সার্ভিস ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করলেও বিকেল সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।