জেলেনস্কি চাইলেই এই যুদ্ধ শেষ করতে পারেন: ট্রাম্প

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৫:২৯ অপরাহ্ণইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলেই প্রায় সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে তার যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে এমন মন্তব্য করেছেন তিনি।
গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগে ট্রাম্প সতর্ক করে বলেন, যেকোনো আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হলে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকে (ইউক্রেনের কাছে) ফিরিয়ে আনা বা ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি বাদ দিতে হবে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যদি চান, তাহলে প্রায় তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন। মনে রাখবেন কিভাবে সব শুরু হয়েছিল— ক্রিমিয়া ফিরে পাওয়া যায়নি, ন্যাটোতেও যোগ দেওয়া যায়নি। কিছু বিষয় কখনও পরিবর্তন হয় না।’