সিলেটে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৫:০২ অপরাহ্ণসিলেটে -চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) নগরের অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক রাসেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম,এ মতিন।
সংবর্ধিত অতিথি ছিলেন আইওনিয়াস মেকওভার ওয়ার্ল্ড ইউকে’র সিইও, জেসমিন ফেরদৌস। হোটেল ফারমিছ গার্ডেন এর স্বত্বাধিকারী ফারমিছ আক্তার।
বিশেষ অতিথি ছিলেন ইউকে-বাংলা বিজনেস সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মাহবুব আলম লস্কর,সেভেন ভিউ এসি বাজারের পরিচালক শাহীন হোসেন,আয়কর আইনজীবী ও সাংবাদিক মো: জহিরুল ইসলাম রিপন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক জাকারিয়া তালুকদার, সমাজ কর্মী রুম্মান হক, ফাউন্ডেশনের সদস্য আহসান ইব্রাহীম, সদস্য কাজী দিদার মিয়া, শিমুল আহমদ বাদশা, মো: আব্দুল বাকী, বদরুল আহমদ, রেশমা জান্নাতুল রুমা, মো: শামসুল ইসলাম সানী সহ সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আজকের এই মানবিক উদ্যোগ ট্যুরিজম, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে অসহায় গরিবদের সাহায্য করার জন্য এবং যেকোন প্রাকৃতিক দুর্যোগের পর ত্রাণ কার্যক্রম দ্রুত ও সুসংগঠিত মানবিক কার্যক্রমকে আরো গতিশীল করার প্রয়োজন আমরা সাধুবাদ জানাচ্ছি।
আয়োজকদের ধন্যবাদ জানান সংবর্ধিত অতিথিরা।
কোরআন তেলওয়াত করেন মো: হাদিউল ইসলাম শাহরিয়ার।
সিলেটসংবাদ/হ