সিলেটে আ.লীগ নেতার মামলায় বিএনপি নেতা কারাগারে

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণসিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর আহমদ আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন ও তার ছেলে তাজউদ্দিনের রোষানলে পড়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।শনিবার সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মনজুরের ভাই জয়নাল আবেদীন এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আলাউদ্দিন ও তাজউদ্দিন শতাধিক লোক নিয়ে তাদের বাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় হামলায় মনজুরসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেলে চিকিৎসা নেন। হামলাকারীরা বাড়ি ও দোকান থেকে প্রায় ৪৯ লাখ টাকার মালামাল লুটপাটের পাশাপাশি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।
অভিযোগে বলা হয়, মামলা হলেও আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। উলটো আওয়ামী লীগ সভাপতির ছেলে তাজউদ্দিনের করা মিথ্যা মামলায় আহত বিএনপি নেতা মনজুর ও তার ভাই খলিল কারাগারে রয়েছেন।
সংবাদ সম্মেলনে মনজুরের ভাই ফখরুল ইসলাম ও সাদেক আহমদও উপস্থিত ছিলেন। তারা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।