এখনো ‘ভয়ঙ্কর’ রূপে হ্যারিকেন অ্যারিন, সতর্কতা জারি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
হ্যারিকেন অ্যারিন এখনো ‘ভয়ঙ্কর’ রূপে বিরাজ করছে এবং বর্তমানে এটি ‘আইওয়াল রিপ্লেসমেন্ট সাইকেল’ পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। হ্যারিকেন সেন্টার সতর্ক করে বলেছে, কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
সিবিএস নিউজে বলা হয়, শনিবার আটলান্টিক মহাসাগরে দ্রুত শক্তি সঞ্চয় করে অ্যারিন ক্যাটাগরি–৫ হ্যারিকেনে রূপ নিয়েছিল। তবে কিছুটা দুর্বল হয়ে বর্তমানে এটি ক্যাটাগরি–৪ অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রবিবার এটি ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকো থেকে সরে যাবে এবং রবিবার রাত থেকে সোমবারের মধ্যে তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পূর্ব বাহামার পূর্ব দিক দিয়ে অতিক্রম করবে।