আল-কোরআন একটি পূর্ণাঙ্গ জীবনবিধান: এডভোকেট মুমিন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী, কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজ সেবক জাবেদ আহমদ এর সৌজন্যে গোয়াইনঘাট উপজেলার ইত্তেহাদুল উম্মাহ একাডেমি মাদ্রাসায় মানবতার মুক্তিসনদ পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন প্রদান করা হয়।
১৪ আগস্ট বৃহস্পতিবার সিলেট অনলাইন প্রেসক্লাব এর ড.রাগীব আলী মিলনায়তনে আল কোরআন প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল।
সিনিয়র সাংবাদিক সাবেক চেয়ারম্যান এম.এ রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি, নিরাপদ সড়ক চাই কেন্দ্রিয় কমিটির সংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।
সভায় পবিত্র আল-কোরআন গ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলার ইত্তেহাদুল উম্মাহ একাডেমির প্রিন্সিপাল।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন বলেন, পবিত্র আল-কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কারণ এটি হলো আল্লাহর বাণী, যা মানব জাতির জন্য পথ প্রদর্শক এবং জীবনের সকল ক্ষেত্রে সঠিক পথ দেখায় এবং মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। পবিত্র আল কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে জীবন যাপন করলে ইহকাল ও পরকালে শান্তি লাভ করা যায়। তিনি সকলকে পবিত্র ধর্মগ্রন্থের আলোকে জীবন পরিচালনা করার অনুরোধ জানান।
ধর্ম/হা





