ব্রিটেনে প্রো-প্যালেস্টাইন সমর্থকদের বিরুদ্ধে অভিযান, ৪৬৬ জন গ্রেপ্তার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ অপরাহ্ণযুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক প্রো-প্যালেস্টাইন কর্মী গোষ্ঠীর আয়োজিত এক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার সংগঠনটিকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা করেছিল। রাষ্ট্রবিরোধী আইনের আওতায় এই নিষেধাজ্ঞা আনা হয়।
মেট্রোপলিটন পুলিশ শনিবার রাতে তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানায়, রাত ৯টা পর্যন্ত প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে সমর্থন জানানোয় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, অন্য অপরাধের জন্য আটজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্যের ওপর আক্রমণের অভিযোগে গ্রেপ্তার। তবে পুলিশের কোনো সদস্য গুরুতর আহত হননি।
সিএনএন ও আল জাজিরা সূত্রে জানা গেছে, প্যালেস্টাইন সমর্থকদের আন্দোলন ও সরকারি নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এ উত্তেজনা বিরাজ করছে।
প্যালেস্টাইন অ্যাকশন হলো যুক্তরাজ্যে ভিত্তিক একটি সংগঠন, যারা দাবি করে তারা ইসরায়েল সরকারের জন্য অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করতে কাজ করছে।
গত মাসে, যুক্তরাজ্যের আইনপ্রণেতারা এই সংগঠনটিকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন। কারণ জুন মাসে, প্যালেস্টাইন অ্যাকশনের দুই কর্মী ব্রিটেনের কেন্দ্রীয় ইংল্যান্ডে অবস্থিত সবচেয়ে বড় বিমান ঘাঁটিতে অনুপ্রবেশ করে দুইটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করেন।
সংগঠনটিকে নিষিদ্ধ করার ফলে যুক্তরাজ্যের আইন অনুযায়ী প্যালেস্টাইন অ্যাকশনের সদস্য হওয়া বা এর পক্ষে সমর্থন জানানোর কাজ বেআইনি হয়ে গেছে। এই নিষেধাজ্ঞার ফলে তাদের হামাস, আল-কায়েদা ও আইএসআইএসের মতো সন্ত্রাসী সংগঠনের সমকক্ষ ঘোষণা করা হয়েছে।