ভাসানীর পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই : নাহিদ ইসলাম

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত সারা দেশে ‘জুলাই পদযাত্রা’ আজ মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে পৌঁছেন।
নাহিদ ইসলাম বলেন, ‘ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মওলানা ভাসানীর পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।