
সব কিছু ভুলে যাই
তা-ই বলে হয় নাই,
বোধ হলে
শোধ করে ঘুরে ফিরে মা’র খাই।
যা-ই পাই তা-ই খাই
এই বলে লস না-ই,
লস না-ই বস না-ই
এই বলে ঘুস খাই।
ঘুস খাই হুঁশ নাই
বলে ভাই হয় না-ই,
ফিট না-ই সিট না-ই
এই বলে আরো চাই।
আরো চাই আরো পাই
সব কিছু ভুলে যাই
অবশেষে বোধ পাই
তা-ই বলে হয় না-ই।