আওয়ামীলীগ নেতা এডভোকেট শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আদালতে আরও দুটি মামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণসিলেটে আওয়ামীলীগ নেতা শাহজাহান চৌধুরীর এবং তাঁর দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আবারও মামলা হয়েছে আদালতে। গত ২২ ও ২৩ এপ্রিল সিলেটের দুটি পৃথক আদালতে দুজন ব্যক্তি এসব মামলা দায়ের করেছেন। দুটি মামলাতেই শাহাজাহান চৌধুুরীর বিরুদ্ধে হামলা-নির্যাতন এবং ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। যদিও তাঁর আইনজীবী বলছেন এসব অভিযোগ মিথ্যা এবং হয়রানীরমুলক।
আদালত সূত্রে জানা গেছে গত ২২ এপ্রিল সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২য় আদালতে কোম্পানীগঞ্জের দক্ষিন ঢালারপাড় গ্রামের কাজল মিয়া নামের এক ব্যক্তি মামলা করেছেন।মামলা নম্বর কোম্পানীগঞ্জ থানার বিবিধ মামলা নং ৮৪/২০২৫।
অপর দিকে ২৩ এপ্রিল সিলেটের মামলায় তিনি বলেন,শাহজাহান চৌধুরী ও তাঁর লোকজন গত ১ ডিসেম্বর এবং ৯ এপ্রিল দুই্ দফা হামলা চালিয়েছেন তাঁর উপর। তার বাড়ির সম্মুখের রাস্তায় এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবী করেছেন। এতে তিনি মারাত্মক জখম হয়েছেন বলে অভিযোগ করেছেন।
একই ভাবে ২৩ এপ্রিল কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মো. আবু বকর এর পুত্র মো. জাকির হোসেন বাদী হয়েছে সিলেটের জুডিমিযাল শ্যাজিস্টেট আদালত নং ৭ বরাবরে একটি দরখাস্ত মামলা করেছেন শাহজাহান চৌধূরীল বিরুদ্ধে। এতে তিনি অভিযোগ করেন গত বছর ১৭ ডিসেম্বর এবং চলতি বর গত ১৭ এপ্রিল সিলেটে চাঁদা না পেয়ে শ আওয়ামীলীগ নেতা শাহজাহান চৌধুরী ও তার লোকজন পর পর দুই দিন প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করেছেন। এসময় ভাংচুর ও লুটপাটের অভিযোগও করেছেন জাকির।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন তাঁর অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হবে।
অপর দিকে আওয়ামীলীগ নেতা এডভোকেট শাহাজাহান চৌধুরীর আইনজীবী এডভোকেট দিলীপ রাম রবিদাস এ প্রতিবেদককে বলেছেন, শাহজাহান চৌধুরী একজন আইনজীবী ছিলেন। তিনি জজ কোর্টের এপিপি ছিলেন। নিরীহ এবং একজন শান্তিপ্রিয় মানুষ। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি দেশ ছেড়েছেন। তবু রাজনৈতক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর বিরুদ্ধে একের পর মিথ্যা মামলা হচ্ছে।
এর আগেও অগ্নিসংযোগ এবং ভাংচুরের অভিযোগ শাহাজাহান চৌধূরীর বিরুদ্ধে দুটি , মামলা হয়েছে। যার নম্বর কোতোেয়ালী থানার জিআর ৩৬৪/২০২৪ এবং সিলেটে কোতোয়ালী থানার জিআর মামলা নং ৪৩৬/২০২৪। এসব মামলায় সাবেক মন্ত্রী এমপি এবং মেয়রদেরকেও আসামী করা হয়েছে। মিথ্যা অঅিযোগ মামলা দায়ের অত্যন্ত দু;খজনক বলেও তিনি মন্তব্য করেন।
আইন-আাদালত/হা