চা বিরতির আগে মুশফিককে হারিয়ে বিপাকে বাংলাদেশ

সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৫, ৪:০৭ অপরাহ্ণওভার শেষ হলেই শুরু হতো চা বিরতি। কিন্তু যেন তর সইছিল না মুশফিকের। মুজারবানির বলে আউট হয়ে ফেরেন মুশফিক। এরপরই শুরু হয় চা বিরতি। মুশফিক ৪ রান করেন। ৪৪ রানে ক্রিজে আছেন শান্ত। দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে ৯৮ রান। সবমিলিয়ে দলীয় সংগ্রহ ১৫৫, ৪ উইকেটে। লিড ৭৩।
ফিফটির কাছে গিয়ে সাজঘরে মুমিনুল
দ্বিতীয় দিন শেষ বিকেলে দারুণভাবে ধাক্কা সামাল দেয়ার পর তৃতীয় দিনও শুরুটা ভালো করেন। কিন্তু স্থির থাকতে পারলেন না। ফিফটির খুব কাছে গিয়ে ৪৭ রান সাজঘরে ফেরেন মুমিনুল। ৮৪ বলে ৬টি চারের মারে এই রান করেন তিনি। মুমিনুলের আউটের পর ক্রিজে শান্তর সঙ্গী হন মুশফিক। বাংলাদেশের লিড ৭০ ছাড়িয়েছে।
জয়ের আউটের পর জিম্বাবুয়ের লিড টপকালো বাংলাদেশ
এনগারাভাকে টানা দুই চার হাঁকিয়ে জিম্বাবুয়ের লিড পার করলেন শান্ত। জয়ের আউটের পর তিনি ক্রিজে আসেন। ২২.২ ওভারে জিম্বাবুয়ের ৮২ রানের লিড টপকে যায় বাংলাদেশ।
৩৩ রানে জয়ের বিদায়
শর্ট বলে ভুগছিলেন। অবশেষে এতেই পরাস্ত হয়ে ফিরলেন সাজঘরে। মুজারাবানির শর্ট বলে আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। জয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। মুমিনুলের সঙ্গী শান্ত।
ফিফটির জুটি গড়ে এগোচ্ছে বাংলাদেশ
ফিফটির জুটি গড়ে এগোচ্ছে বাংলাদেশ। ১ উইকেটে ৫৭ রানে দিন শুরু করেন মুমিনুল-জয়। ৬৩ হতেই জুটির ফিফটি হয়। জিম্বাবুয়ের লিড টপকাতে আর দেরি নেই।
খেলা শুরু হবে দুপুর ১টায়
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি আগেই থেমেছিল। মিনিটে বিশেক আগে দেখা মিলল সূর্যের। মাঠ কর্মীরা মাঠ শুকানোর কাজ চালিয়ে যাচ্ছে। দুই আম্পায়ার আনুষ্ঠানিকভাবে মাঠ পরিদর্শ্নের পর জানিয়েছেন তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ১টায়। বিকেল ৩:২০ এ নেওয়া হবে চা-বিরতি। দিনের শেষ সেশন চলবে বিকেল ৩:৪০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বৃষ্টিতে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব
সিলেটে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্টের প্রথম দুই দিনও আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তবে বৃষ্টি হয়নি। মঙ্গলবার বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই। স্বাভাবিকভাবেই সিলেট টেস্টের তৃতীয় দিন শুরু হতে দেরি হচ্ছে।
চালকের আসনে নেই বাংলাদেশ
বাংলাদেশ প্রথম ইনিংসে করে মাত্র ১৯১ রান। জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটস করতে নেম দারুণ সূচনা পেলেও ২৭৩ রানের বেশি করতে পারেনি। তবে সফরকারীরা লিড পায় ৮২ রানের। টাইগাররা তৃতীয় দিনের খেলা শুরুর করবে ৯ উইকেট হাতে নিয়ে ২৫ রানে পিছিয়ে থেকে। তাই বলাই যায় ম্যাচে এখনো ঠিক চালকের আসনে নেই বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৫৭/১ (মাহমুদুল হাসান ২৮*, মুমিনুল হক ১৫*)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১
খেলা/আবির