জুলাই-আগস্টে শহীদদের স্মরণে বল্লী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্টিত

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৫:০০ অপরাহ্ণবৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খালিয়াজুরী’র বল্লী গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ অনুষ্টিত।
গত ২ এপ্রিল, বুধবার। দুপুর ২:০০ ঘটিকায় বল্লী গ্রামের বড় মাঠে শ্যামারচর একাদশ বনাম বল্লী কদমতলা একাদশ নিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সভাপতি জারিফ আহমেদ এর সঞ্চালনায় এবং সায়েম রহমান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসিফুজ্জামান চৌধুরী উজ্জ্বল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিমনুর আলম তালুকদার, খালিয়াজুরী উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, খালিয়াজুরী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ২ নং চাকুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজী ও ২ নং চাকুয়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সায়েম রহমান চৌধুরী জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। তিনি বলেন, জীবনে ভালোকিছু করতে হলে সংকল্পবদ্ধ হওয়া এবং সেভাবে গড়ে তুলতে হবে। খেলাকে খেলা হিসেবে দেখে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবেনা, বন্ধুত্ব বজায় রাখা এবং পরাজয়কে সানন্দে গ্রহণ করতে হবে। খেলা হলো ভ্রাতৃত্বের প্রতীক, ঐক্যের প্রতীক।
ফাইনাল খেলার সংক্ষিপ্ত স্কোর: বল্লী কদমতলা একাদশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ে নেমে শ্যামারচর একাদশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করে নেয়। জবাবে ব্যাটিং করতে নেমে বল্লী কদমতলা একাদশ মাত্র ৫৯ রানে অলআউট হয়ে যায়। বিশাল ব্যবধানে বল্লী কদমতলা একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে জয়লাভ করে শ্যামারচর একাদশ।
বি:দ্র: উক্ত টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার মোট ৬টি দল অংশগ্রহণ করে এবং গত ২১ ফেব্রুয়ারি দুটি দলের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শুরু হয়।
সারাদেশ/আবির