আবারো ১০ উইকেটে জয় রূপগঞ্জের

সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণতৃতীয় রাউন্ডে আবারো ১০ উইকেটে জয়ের দেখা পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। এর আগে প্রথম রাউন্ডে তারা ১০ উইকেটে ম্যাচ জিতেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে।দ্বিতীয় রাউন্ডে ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে লড়াই করেও শেষ হাসিটা হাসতে পারেনি রূপগঞ্জ। এবার শক্তিতে তুলনামূলক পিছিয়ে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে স্রেফ উড়িয়ে দিয়েছে আকবর আলীর দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শাইনপুকুর মাত্র ৬৯ রানে গুটিয়ে যায়। জবাবে ৯.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। দুই ইনিংস মিলিয়ে ফল হওয়া ম্যাচে খেলা হয়েছে কেবল ৩৫.২ ওভার।রূপগঞ্জের এই জয়ের নায়ক স্পিনার তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনার ৭ ওভারে ১ মেডেনে ১৫ রানে ৩ উইকেট নেন। ৩ উইকেট পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজাও। ২৮ রানে তার শিকার ৩ উইকেট। এছাড়া ২টি উইকেট নেন শেখ মেহেদী।
ক্রীড়াঙ্গন/আবির