কোম্পানীগঞ্জে ডেভিল হান্টে গ্রেফতার ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে জাফর মিয়া (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ শরিফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাফর মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর পুত্র। তিনি কোম্পানীগঞ্জ যুবলীগ নেতা।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, অপারেশন ডেভিল হান্টের চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানায় রয়েছেন। পরবর্তী আইনিপদক্ষেপ চলমান রয়েছে।
আইন-আদালত/হা