উত্তর বিশ্বনাথ হাইস্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ণসিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় পুরুস্কার বিতরণ অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে ক্রিড়া শিক্ষক রাকিবুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ময়নুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য জসিম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব লজ্জতুন্নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক।
বক্তারা বলেন, ‘যারা আজকের শিশু, তারা এই দেশের আগামি দিনের সম্পদ। তাই, তাদেরকে লেখাপড়ার পাশাপাশি আদর্শ চরিত্র গঠনে মনোযোগী হতে হবে।খেলাধুলা আমাদের দেহ গঠন করে এবং সংস্কৃতি চর্চা মননশীলতা বৃদ্ধি করে। লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক অভিভাবক সদস্য আমির উদ্দিন, যুব সংগঠক সৈয়দুর রহমান সৈয়দ, খলিলুর রহমান, সংগঠক আশিকুর রহমান রানা, মামুন আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল মুকিত।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মাওলানা কামরুল হুদা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জলাল মিয়া, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য সৈয়দ আনোয়ার হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সিরাজ উদ্দিন আহনদ, সংগঠক শাহান মিয়া, জামিল আহমদ, মাহমুদ আলী, সমছু মিয়া, আশিকুর রহমান, বিলাল আহমদ, ব্যাংক এশিয়া রাজাগঞ্জ বাজার আউটলেট শাখার প্রধান রেজা হাসান, সংগঠক কয়েছ আহমদ সবুজ, সুফিয়ান আহমদ, সুহেল আহমদ, খালেদুর রহমান লাকী প্রমুখ।
খেলা/হা