“শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে”- আভা রাণী দেব
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
“নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে।বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে সব সময় একযোগে কাজ করতে হবে।ফ্যাসীবাদবিরোধী আন্দোলনে ছাত্র তরুণদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”
সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত “জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসীবাদবিরোধী আলোচনা সভা”য় সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আভা রাণী দেব এসব কথা বলেন।”এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব -২০২৫ পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
দশম শ্রেণীর শিক্ষার্থী সাইয়িদুল মুরসালিন ও ইশফাকুর রহমানের যৌথ সঞ্চালনায় সোমবার (২০ জানুয়ারি) সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল,শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের ভাই আবুল হাসান মো: আজরফ,আহত শিক্ষার্থী
রেজাউল করিম সোহেল,সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ান,সিনিয়র শিক্ষক আবুল খায়ের, সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান,সিনিয়র শিক্ষক কাজী আশরাফ হোসেন,সিনিয়র শিক্ষক আশফাকুর রহমান শামীম,সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবুল হাসান মো: আজরফ,বৈষম্যবিরোধী আন্দোলনে আহত যুবক মুমিনুর রহমান তানিম ও আহত শিক্ষার্থী রেজাউল করিম সোহেলকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে তাদেরকে সম্মাণণা স্মারক প্রদান করেন প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ছাত্ররা।
শিক্ষা/হা