‘কঠিন’ হলেও আশাবাদী লিটন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজ ড্র করলেও বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ওয়ানডে সিরিজে। রঙিন পোশাকে শেষটা বাংলাদেশ কেমন করে সেটাই দেখার।
১৫ বছর পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কোনো টেস্ট জিতলেও অবিস্মরণীয় সাফল্যের পর ওয়ানডে সিরিজে পাত্তাই পায়নি। ১০ বছর পর উইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজটাও কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তবে সিরিজে ভালো ফল পেতে প্রবল আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক।
লিটন বলেন, “সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা, একটু কঠিন আমাদের জন্য হবেই। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটি সিরিজ খেলার চেষ্টা করব।”
ক্রীড়াঙ্গন/আবির