এনায়েত হাসান মানিক : শোকাঞ্জলি’ প্রকাশনা ও স্মরণানুষ্ঠান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৩:৩৯ পূর্বাহ্ণ‘প্রথম দিনের সূর্য’, ‘বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ’ ও ‘সিলেট সাহিত্য পরিষদ’এর যৌথ উদ্যোগে কবি, গীতিকার, ছড়াকার ও সংগঠক এনায়েত হাসান মানিকের অকাল প্রয়াণে
‘এনায়েত হাসান মানিক : শোকাঞ্জলি’এর প্রকাশনা এবং শোকের উচ্চারণ নিয়ে
‘শ্রদ্ধা-ভালোবাসায়, হে প্রিয় হে স্বজন’ শীর্ষক এক অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৫ টায় জিন্দাবাজারস্থ ব্লু-ওয়াটার মার্কেটের ইমজা হলে(লিফটের ০৮) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি বাংলা একাডেমির ফেলো বিশিষ্ট কবি এ কে শেরাম। সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়ের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন কবি ও গবেষক লেখক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ এবং কবি ও লোকসংস্কৃতি গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ। স্বাগত বক্তব্য রাখেন প্রথম দিনের কবি সুমিতা দত্ত। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ও শোক প্রকাশ করেন গল্পকার জামান মাহবুব, লেখক মোহাম্মদ মহসীন, চৌধুরী ফজলে নূর ইতমত, ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য, কবি বাবুল আহমদ, সুদ্বীপ চৌধুরী, বীরেন পাল, মীরা নাগ, মো: রইছ উদ্দিন, টিআইবি-র মো. সাজিদুর রহমান, কবি অমিতা বর্দ্ধন, ছড়াকার শাহাদাত বখত্ শাহেদ, কবি সুমন বনিক, অধ্যাপক মোহাম্মদ বিলাল, উদীচী সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মাধব রায়, কবি জান্নাত আরা খান, পাপলু পাল, নাসরীন খান, কবি ধ্রুব গৌতম, সমেন্দ্র সিংহ, নীহার রঞ্জন শর্মা, মেহেদী হাসান জাকারিয়া, সংস্কৃতিজন রীমা দাস, সংস্কৃতিকর্মী সুকান্ত গুপ্ত, এমরান ফয়ছল, কবি জালাল জয়, কাজী আলফাজ, সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন তালুকদার, মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নাবব্রম শংকর, সাহিত্যসন্ধি-র সাধারণ সম্পাদক রিপন মিয়া, মনির হোসেন ও তুর্য নাগ। পরিবারের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন এনায়েত হাসান মানিকের জ্যেষ্ঠ পুত্র নিয়াজ মোর্শেদ সুজন, কনিষ্ঠ পুত্র রিয়াজ মোর্শেদ সুহৃদ ও কন্যা পূরবী অন্তরা। নাতনি ফারজানা এষা সৃজা এনায়েত হাসান মানিকের দুটো ছড়াকবিতা পাঠ করে।
সভার শুরুতে এনায়েত হাসান মানিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের পর ‘এনায়েত হাসান মানিক : শোকাঞ্জলি’ এর স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
সভায় বক্তারা এনায়েত হাসান মানিকের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানাদিকের স্মৃতিচারণ করে বলেন তিনি বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে। শোকাঞ্জলি স্মারক প্রকাশনা এনায়েত হাসান মানিককে বাঁচিয়ে রাখতে সহায়তা করবে।