দোয়ারাবাজারে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোহেল মিয়া,দোয়ারাবাজার ( সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৪, ৫:২৬ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সেমিনার সম্পন্ন হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যদেন দোয়ারাবাজার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক,উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র কোম্পানি কমান্ডার আবু তাহের,
দোয়ারাবাজার ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার আপ্তার উদ্দিন ,নরসিংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইশ্রাঈল আলী,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মিয়া, শাহ মাশুক নাইম,সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সিসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।
সিলেটসংবাদ/হা