গোয়ালিয়রে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ
এত তাড়াহুড়ো কেন? বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল দেখে এই একটা প্রশ্নই ঘুরেফিরে আসছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে মোটেও স্বস্তিতে নেই বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫৭ রান তুলতেই অর্ধেক ব্যাটিং শেষ হয়ে গেছে সফরকারীদের।
নিজের প্রথম দুই ওভারে আর্শদীপ সিং বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস (৪) এবং পারভেজ হোসেন ইমনের (৮) উইকেট ঝুলিতে পোরেন। এরপর তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলীরা কেউই ক্রিজে থিতু হতে পারেননি।
এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখার চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৫ উইকেটে ৬৪ রান তুলেছে বাংলাদেশ। ২৪ রানে ব্যাট করছেন শান্ত, তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
ক্রীড়াঙ্গন/আবির