‘নীরব এলাকা’ কর্মসূচি উদ্বোধন, আইন ভাঙলে জরিমানা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ
বিমানবন্দরের তিন কিলোমিটার মহাসড়ক ‘হর্নমুক্ত নীরব এলাকা’ বাস্তবায়ন কর্মসূচি শুরু হয়েছে।এরপর গুরুত্বপূর্ণ এলাকা শেষে পুরো ঢাকা শহর এবং ধীরে ধীরে বিভাগীয় শহরগুলোতেও শব্দদূষণ বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘হর্নমুক্ত নীরব এলাকা’ বাস্তবায়ন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি এসব কথা জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাজটি শুরু করাই আমাদের প্রথম সফলতা। হর্ন বাজানোর দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের জন্য প্রথমে মানুষকে সচেতন করা হবে। এরপর আইনের কঠোর প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে ঢাকা শহর এবং বিভাগীয় শহরগুলোতেও শব্দদূষণ বন্ধ করা হবে।
জাতীয়/আবির